A translation of "Deeno Daan" by Rabindranath Thakur.
Original (transliteration): Deeno Daan |
An English lit translation: Donating to the destitute |
"সে মন্দিরে দেব নাই' কহে সাধু। রাজা কহে রোষে, "দেব নাই! হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ। রত্নসিংহাসন-'পরে দীপিতেছে রতনবিগ্রহ-- শূন্য তাহা?' "শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ' সাধু কহে, "আপনায় স্থাপিয়াছ, জগতের দেবতারে নহে।' ভ্রূ কুঞ্চিয়া কহে রাজা, "বিংশ লক্ষ স্বর্ণমুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া, পূজামন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান, তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান!' শান্ত মুখে কহে সাধু, "যে বৎসর বহ্নিদাহে দীন বিংশতি সহস্র প্রজা গৃহহীন অন্নবস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব, কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে, গুহার গর্ভে, পথপ্রান্তে তরুর ছায়ায়, অশ্বত্থবিদীর্ণ জীর্ণ মন্দিরপ্রাঙ্গণে, সে বৎসর বিংশ লক্ষ মুদ্রা দিয়া রচি তব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে। সে দিন কহিলা ভগবান-- "আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্তনীলিমা-মাঝে; মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য, শান্তি, দয়া, প্রেম। দীনশক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে সে আমারে গৃহ করে দান!' চলি গেলা সেই ক্ষণে পথপ্রান্তে তরুতলে দীন-সাথে দীনের আশ্রয়। অগাধ সমুদ্র-মাঝে স্ফীত ফেন যথা শূন্যময় তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে, স্বর্ণ আর দর্পের বুদ্বুদ্!' রাজা জ্বলি রোষানলে, কহিলেন, "রে ভন্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও।' সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, "ভক্তবৎসলেরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে সেইখানে, মহারাজ, নির্বাসিত কর ভক্তজনে।' | "In that temple, there is no God", said the saint. Said the king enraged, "No God! Eh saint, like an atheist, you speak. On a throne bejewelled, glows the golden idol - it's unique. It's empty?" "Not empty, just full of royal arrogance", said the saint. "You have consecrated yourself; of the gods of the world, it ain't!" The king frowned, "Two million gold coins spent, I created a grand temple piercing the firmament. The rituals and offerings have left all awed, And you say in this temple, there's no room for god!" Calmly replied the saint, "In the year of your gift, Two million citizens were unfed, homeless and adrift, They begged at your door, cried their plaintive pleas, Lived in forests, cavernous caves, in the shade of street-side trees, In ruined courtyards of ruined temples; in that year, With two million coins, you created this golden hemisphere As a gift for the gods. On that very day, God said, 'In my eternal home, on an unbounded blue spread, Infinite lamps glow. It's founded on values eternal: Truth, Peace, Compassion, Love. O that a miser weak and infernal, Unable to save his homeless citizens who're utterly bereft, Should gift me a home.' At that moment, He left, Joining the migrant millions, the poor and the helpless. Just as in the vast sea, froth is a sign of emptiness, So too in the great universe, your temple is just froth, A bubble of gold and pride." Bubbling over with wrath, Screamed the king, "Out of my kingdom, out, you madman! Go away this instant." Quietly spoke the holy man, "Wherever you have exiled Him who helps the devout, There, O great ruler, send all the believers out." |
No comments:
Post a Comment